অভয়নগরে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের মানববন্ধন

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৪ পিএম
অভয়নগরে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের মানববন্ধন

 যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া যশোর খুলনা মহাসড়কে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভবদহের জলাবদ্ধতা অপসারণের গুরুত্বপূর্ণ মাধ্যম আমডাঙ্গা খালের প্রশস্তকরন এবং সংস্কারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, যশোর ইাপজেড এর বজ্য অপসারণের জন্য তৈরী খাল আমডাঙ্গা খালের সাথে সংযুক্ত না করার দাবীতে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত যশোর খুলনা মহাসড়কের সোহরাব প্লাজার  সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আব্দুল লতিফ বিশ্বাস এর সঞ্চালনায় সমাবেশ ও মানবন্ধনে সভাপত্বি করেন ভবদহ কলেজের সাবেক অধ্যাক্ষ আব্দুল  মতলব সর্দার। সমাবেশে বক্তব্য রাখেন, পায়ড়া ইউনিয়ন পরিষদের সাবে চেয়ারম্যান মো: ফিরোজ আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোল্যা হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় সমম্বকারী বেলা মো: মহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক রাজু আহম্মেদ প্রমূখ। মানবন্ধন ও সমাবেশে জলাবাদ্ধা অঞ্চলের ভুক্তভোগী জনসাধারন সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন,  প্রকৃতি-পরিবেশ অক্ষুন্ন রেখে ইাপজেড বাস্তবায়ন করতে হবে। ভৈরব নদকে সঠিক ভাবে খনন করে নব্যতা ফিরিয়ে এনে অবৈধ দখল মুক্ত করতে হবে ও আমডাঙ্গা থেকে রাজাপুর পর্যন্ত খাল সংস্কার করে খনন করতে হবে। এবং ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরাশনে স্থায়ী সমাধানে টিআরএম প্রকল্প চালু করতে হবে। মানববন্ধন ও সমাবেশ চলাকালে যশোর-খুলনা মহাসড়কের যানবহন চলাচল স্বাভাবিক ছিল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW