চিতলমারীতে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার ৫

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৪ পিএম
চিতলমারীতে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার ৫

বাগেরহাটের চিতলমারী উপজেলায় চলমান ডেভিল হান্ট অপারেশনে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন- উপজেলার হিজলা ইউনিয়নের কুরাল তলা গ্রামের মৃত: রহমত মুন্সীর ছেলে সবুজ মুন্সী , বড়বাড়িয়া ইউনিয়ন অন্তর্গত বড়বাড়িয়া গ্রামের মৃত: আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে হাসান আলী ফকির, চিতলমারী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত: তারক চন্দ্র বাড়ৈ এর ছেলে বিপ্লব কুমার বাড়ৈ, চরবানিয়ারী ইউনিয়নের অন্তর্গত চরবানিয়ারী গ্রামের মোসলেম আলী বাওয়লীর ছেলে আতিয়ার বাওয়ালী ও চিতলমারী ইউনিয়নের সদর চিতলমারী বাজারস্থ মৃত: রত্তন আলী খানের ছেলে তৈয়াবুর রহমান খান। থানার অফিসার ইনচার্জ(ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন জানান শনিবার সকালে আটককৃতদেও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে