পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৭ পিএম
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পর্শে শাকিল মিয়া (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়া পৌরসদর এলাকার হাপানিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শাকিল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামের বাসিন্দা মো. শরীফ মিয়া ছেলে।

জানা যায়, পাকুন্দিয়া পৌরসদরের হাপানিয়া এলাকার একটি চারতলা নির্মাণাধীন ভবনে টাইলস মিস্ত্রির কাজ করছিলেন শাকিল মিয়া। এ সময় নিচতলা থেকে কিছু মালামাল চারতলায় উঠানোর সময় অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে স্পর্শ লেগে গুরুতর আহত হন শাকিল মিয়া। পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে