দিনাজপুরের কাহারোল উপজেলার বীরগঞ্জ-দিনাজপুর মহাসড়ক সহ উপজেলার বিভিন্ন রাস্তায় যত্রতত্র নছিমন, করিমন, অটো ভ্যান রিক্সা ও অটো বাইকে দাপটে অসহায় হয়ে পড়েছে মানুষ। বেপোয়ারা গতিতে এই সকল অবৈধ যানবাহন চলাচল করছে রাস্তাগুলিতে। অদক্ষ চালকের কারনে প্রতিনিয়তই ঘটছে বড় দূরঘটনা। এই সকল যানবাহনের নেই কোন বৈধ লাইসেন্স। এক শ্রেণির ব্যবসায়ীরা এই সকল গাড়ী আমদানি করে গাড়ীগুলি বিক্রি করছে কিস্তির মাধ্যমে। এই সকল গাড়ী অদক্ষ চালকেরা ক্রয় করে রাস্তায় অবাদে চলাচল করছে। প্রশাসনের নজরদারী না থাকার কারনে যেইখানে সেইখানে পার্কিং করে যানজোট সৃষ্টি করছে। রাস্তার দুই ধারে গাড়ীগুলি সারী বদ্ধ থাকার কারনে কাহারোল বাজার সহ বিভিন্ন মোড়ে তীব্র যানজোট সৃষ্টি হচ্ছে। যানজোট সৃষ্টির কারনে ভোগান্তি পোহাতে হয় সাধারন মানুষকে। এদিকে দিনাজপুর দশ মাইল মোড়ে প্রতিদিন ২ শত থেকে ৩ শত ভ্যান ও অটোবাইক দাঁড়িয়ে থাকার কারনে তীব্র যানজোট সৃষ্টি হয় এবং দূরপাল্লার গাড়ীগুলি দশ মাইল বাজারে আটকে থাকতে হয়। বাসের যাত্রী হাসান বলেন, ট্রাফিক না থাকার কারনে দশ মাইলে এই যানজোট সৃষ্টি হয়। অপর যাত্রী কাদের বলেন, আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় না থাকার কারনে এই যানবাহন গুলি দাপটের সঙ্গে রাস্তায় চলাচল করছে।এব্যাপারে দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের সঙ্গে কথা হলে তিনি বলেন, এই সকল যানবাহন ব্যাপারে আমরা বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছি। অভিযান অব্যাহত রয়েছে।