‘এসা দশ বদলাই, পথিবী বদলাই’ স্লোগান তারুণ্যর উৎসব উপলক্ষ নতুন বাংলাদশ গড়ার লক্ষ টাঙ্গাইল অটিজম শিশুদর ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়ছ। রোববার(১৬ ফেব্রয়ারি) সকাল জলা প্রশাসন ও জলা ক্রীড়া অফিস আয়াজিত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলন অতিরিক্ত জলা প্রশাসক (সার্বিক) মা. আব্দুল্যাহ আল মামুন। যুব ও ক্রীড়া মণালয়র বাস্তবায়ন টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় অনুষ্ঠিত ক্রীড়া উৎসব সভাপতিত্ব করন, জলা ক্রীড়া কর্মকর্তা মা. আফাজ উদ্দিন। অন্যদর মধ্য বক্তব্য রাখন, টাঙ্গাইল জলা প্রশাসকর কার্যালয়র নজারত ডপুটি কালক্টর মা. আল আমিন কবির, জলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়র প্রধান শিক্ষক নিলুফা আকতার প্রমুখ। অনুষ্ঠান টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, টাঙ্গাইল সম্বতি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, টাঙ্গাইল হাই কেয়ার(বধির) স্কুল প্রয়াস ঘাটাইল এরিয়াসহ পাঁচটি প্রতিষ্ঠানর শতাধিক অটিজম শিক্ষার্থীর মাঝ পুরস্কার বিতরণ করা হয়।