সিংড়ার পূর্ব বিরোধে ছররা গুলিতে আহত ১৩

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৬ পিএম
সিংড়ার পূর্ব বিরোধে ছররা গুলিতে আহত ১৩

নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধে প্রতিপক্ষের ছোড়া ছররা গুলিতে একপক্ষেই অনন্ত ১৩ জন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। রাতেই আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সূত্রে জানা যায়, উপজেলার কদমকুড়ি গ্রামে একটি ধানের জমিতে পানি সেচ ও জামে মসজিদের হিসাব-নিকাশ দুটি পক্ষের মধ্যে বিরোধের সুত্রপাত ঘটে। তিন দিন আগে কদমকুড়ি গ্রামের মৃত চান্দু ফকিরের ছেলে ওয়াদুদ ফকিরের জমিতে পানি সেচ বন্ধ করে দেন প্রতিপক্ষ রতন আলী ও তার ভাই মানিক হোসেন। শুরু হয় দু’পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা। হঠাৎ শনিবার রাত সাড়ে ৮ টায় প্রতিপক্ষ রতন আলী ও তার ভাই মানিক হোসেন এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে তাদের ছোড়া ছররা গুলিতে একপক্ষেরই অন্তত ১৩ জন আহত হয়। গুলির শব্দে মূহুর্তের মধ্যে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে রাতেই আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছররা গুলিতে আহতরা হল- ইব্রাহিম মন্ডল (৩২), এলাহী মন্ডল (২৮), হনুফা বেগম (৫২), আল আমিন মন্ডল (১৬), নাসিম আলী (২৫), সুজন আলী (১৭), শাকিল (১৮), রফিকুল ইসলাম (৪৮), ফরিদ আলী (৩৮), সুয়েল আলী (২৪), আব্দুল আজিজ (৪৯), মান্নান হোসেন (৫৮), শাহাদত আলী (৩৯)। এবিষয়ে কদমকুড়ি জামে মসজিদ কমিটির সভাপতি রতন আলীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ভাই মানিক হোসেন মুঠোফোনে বলেন, এখানে মসজিদের কোন হিসাব-নিকাশের ঘটনা নেই। জমিতে পানি দেয়া নিয়ে এই ঘটনা। তিনি গ্রামের বাহিরে রয়েছেন। সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, জমিতে পানি সেচ দেয়া নিয়ে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে