নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ আওয়ামীলীগ-যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর,ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগের অভিযোগে দায়েরকৃত মামলায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বোদলা গ্রামের শহিদুল্লার ছেলে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু (৪৫),পশ্চিম বালুভরা গ্রামের মুনসুর আলীর ছেলে উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন (৬০) এবং উপজেলার চকাদিন গ্রামের করিম শেখের ছেলে কাশিমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক সুলতান মাহমুদ (৪৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান,গত ২৬আগষ্ট উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর,ককটেল বিস্ফোরন ও অগ্নিকান্ডের অভিযোগে উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা দায়েরকৃত মামলার তদন্ত প্রাপ্ত আসামী বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।