প্রয়াত সাংবাদিক আব্দুর রহমান রানা'র স্মরণসভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। (১৬ ফেব্রুয়ারি) রোববার বেলা ১২ টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিক আব্দুর রহমান রানা, সাংবাদিক দিদার হোসেন শুভ'র বাবা ও আরিফুল ইসলাম সাকিলের বাবার মৃত্যুতে শোক ও দোয়া করা হয়। প্রেসক্লাব হলরুমে সংগঠনের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা মো. সিরাজুল ইসলাম। এসময় প্রধান আলোচক ছিলেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল। অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনকাল পত্রিকার প্রতিনিধি আতাউর হোসেন রতন, কালবেলা পত্রিকার প্রতিনিধি দিদার হোসেন শুভ, গণমুক্তি পত্রিকার প্রতিনিধি আলী আহম্মেদ চৌধুরী, ট্রাইবুনাল পত্রিকার প্রতিনিধি শহিদ শেখ পাখি, খবর বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি নাদিম হায়দার প্রমুখ।