টাঙ্গাইল সদরের সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার

এফএনএস ( টাঙ্গাইল ) : : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩১ পিএম : | আপডেট: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৬ পিএম
টাঙ্গাইল সদরের সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল-৫(সদর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (৫৪) সহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি)  রাত ১১টা ৩০ মিনিটে   বিশেষ অভিযান পরিচালনা করে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার  ব্লক- এল  ১০নং রোডের  ২৫০১ নং বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার ( ১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির  মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ভাটারা থানা ডি, এম,পি মামলা নং ২৬  গ্রেফতার দেখানো হয়েছে। তাঁদের ঢাকা  চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তি জানান হয়। তার গ্রেপ্তারের খবরে টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ  ও আনন্দ উৎসব শুরু হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে