রাজশাহীতে পূবালী ব্যাংকের ডিজিটাল বুথের উদ্বোধন

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৪ পিএম
রাজশাহীতে পূবালী ব্যাংকের ডিজিটাল বুথের উদ্বোধন
রাজশাহী নগরীতে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ডিজিটাল বুথের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) সকালে নগরের আলুপট্টিতে দৈনিক বার্তা ভবনে  পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের রাজশাহী ডিজিটাল বুথের সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহছান উল্যা।  অনুষ্ঠানে তিনি বলেন, পূবালী ব্যাংক সিকিউরিটিজ ইতিমধ্যে গ্রাহকদের আস্থার প্রতিকে পরিণত হয়েছে। পূবালী ব্যাংক সিকিউরিটিজ বৃহৎ পরিসরে পেইড আপ ক্যাপিটাল, বড় আকারে বিনিয়োগ সক্ষমতাও তৈরী করেছে। এখানকার শক্তিশালী গবেষক দল গ্রাহকদের স্বার্থে কাজ করে চলেছে। তিনি জানান, এখন থেকে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলা, মার্জিন লোন, আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে স্ট্যানডিং ইন্সট্রাকশন, বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদান, ট্রেজারী বন্ডে বিনিয়োগ সহযোগিতাসহ নানা সুবিধা পাবেন রাজশাহী ডিজিটাল বুথের গ্রাহকরা। পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিসমিল্লাহ এন্টারপ্রাইজের প্রোপাইটর কামরুল আলী আহমেদ বাবু ও পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ইনচার্জ তারিক হোসেন।
আপনার জেলার সংবাদ পড়তে