বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক আর নেই

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৯ পিএম : | আপডেট: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৯ পিএম
বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক আর নেই

নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক (৭২) শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার সকাল পৌনে সাতটায় ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোট ছয় বার নির্বাচিত হন। রাজাপুর ডিগ্রী কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে সন্ধ্যায় পূর্ণকলস গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে