জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ: অর্থনৈতিক অবস্থা ভয়াবহ

এফএনএস : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৫ পিএম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ: অর্থনৈতিক অবস্থা ভয়াবহ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি। প্রতিনিয়ত চরম আবহাওয়া-জনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটি। বন্যা, খরা, ঝড় ও তাপপ্রবাহের কারণে প্রতিবছর ৩০০ কোটি ডলার বা প্রায় ৩৬ হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। পরিবেশবিষয়ক সংস্থা জার্মানওয়াচের ‘ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৫’ অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০২২ সালের মধ্যে এই ক্ষতির পরিমাণ বিশ্লেষণ করে দেখা গেছে যে দুর্যোগে প্রতি বছর গড়ে ৬৩ লাখ ৫৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে সামনের দিনগুলোতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগে আক্রান্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৩১তম অবস্থানে রয়েছে, যা আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান অব বাংলাদেশ (২০২৩-২০৫০)’ অনুসারে, কয়েক দশকে দেশে খরাপ্রবণতা বেড়েছে। ৫৫ লাখ হেক্টর কৃষিজমির মধ্যে প্রায় ৩৫ লাখ হেক্টর প্রতিবছর খরার কবলে পড়ছে। শুধু খরার কারণে বছরে প্রায় তিন হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। পাশাপাশি, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কৃষিজমির প্রায় ৩৭ শতাংশ লবণে আক্রান্ত হয়েছে। এতে খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকার নানামুখী পদক্ষেপ নিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোতে জলবায়ু অভিযোজনের জন্য অধিকতর অর্থায়ন প্রয়োজন। জার্মানওয়াচের আন্তর্জাতিক জলবায়ু নীতি বিভাগের প্রধান লরা শেফার জানিয়েছেন, জলবায়ু সংকট বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা বহুপাক্ষিক পদক্ষেপের মাধ্যমে মোকাবিলা করা জরুরি। একই মত পোষণ করেছেন সংস্থাটির অভিযোজন ও ক্ষয়ক্ষতি বিষয়ক নীতি উপদেষ্টা লিনা আদিল। আগামীতে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অতিরিক্ত জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা হওয়া উচিত। উন্নত দেশগুলো যারা শিল্পায়নের মাধ্যমে পরিবেশকে দূষিত করেছে, তাদের এই ক্ষতির দায়ভার বহন করা উচিত। বাংলাদেশকে এখন জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আন্তর্জাতিক মহলে আরও জোরালো কণ্ঠ তুলতে হবে এবং কার্যকর অভিযোজন কৌশল গ্রহণ করতে হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে