পাংশায় মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৬ পিএম
পাংশায় মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল বিভাগের অফিসার বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।সভার সিদ্ধান্ত মোতাবেক দিবসের শুরুতে পাংশা জর্জ হাই স্কুল শহীদ মিনারে ফুল দিয়ে কার্যক্রম শুরু হবে। দিনব্যাপী পাংশা পরিষদ মিলনতনে শিশুদের চিত্রাংকন, রচনা লিখন, সুন্দর হাতের লেখা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। সবশেষে থাকবে পুরস্কার বিতরণ।

আপনার জেলার সংবাদ পড়তে