পাবনার সুজানগরে মালচিং পদ্ধতিতে সবজি প্রদর্শনীর উপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে সুজানগর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এবং ২০২৪-২০২৫ অর্থবছরে চরাঞ্চলে আধুনীক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ভবানীপুর এলাকায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফারুক হোসেন চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম ও পার্থ প্রতিম রায়। মাঠ দিবসে বাড়ি বারো জাতের ২ কেজি ২৭০ গ্রাম ওজনের একটি বেগুন উপস্থিত কৃষকদের নজড় কাড়ে।