পাবনার সাঁথিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল ট্রাক চালকের সহকারী দ্বীপের(১৫)। নিহত দ্বীপ বগুড়া সদর উপজেলার গোপালবাড়ি গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে সাঁথিয়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের পুন্ডুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার কাশিনাথপুর থেকে ছেড়ে আসা একটি রসুন বোঝাই ট্রাক ঢাকা-পাবনা মহাসড়কের পুন্ডুরিয়া কবর স্থানের পাশে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে উল্টে যায় এবং ঘটনাস্থলেই ট্রাক চালকের সহকারী দ্বীপ মারা যায়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।