রাজশাহীর বাঘায় গ্রেফতার আ.লীগ নেতা সাবেক মেয়র ও মেয়ে জামাইকে জেলে প্রেরণ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাদের রাজশাহীর আদালতে নেওয়া হলে আদালত তাদের নামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। জানা গেছে, রোববার রাজশাহী শহর থেকে ডিবি পুলিশ আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী ও তার মেয়ে জামাই আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পিকে গ্রেফতার করে। মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে এবং রিবন আহমেদ বাপ্পি চকসিংগা গ্রামের মৃত বাবুল ইসলামের ছেলে। ৫ আগষ্টের পর থেকে তারা রাজশাহী শহরে আতœগোপনে ছিল। রাজশাহী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এই অভিযোগে তাদের গ্রেফতার করে রাজশাহীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।