৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী গ্রেপ্তার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:২৯ পিএম
সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মেহেরপুর জেলা মহিলা যুবলীগের নেত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার ইস্কাঃনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে সোমবার দুপুর ১২ টায় মোনালিসাকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিচারক শারমিন নাহারের আদালতে তোলা হয়। পরে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল মেহেরপুরে দায়ের করা ২৬৩/২৪ নম্বর মামলার ১২ নম্বর এজাহার ভুক্ত আসামি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং অপর একটি মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপনার জেলার সংবাদ পড়তে