রাজশাহীতে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম এম মামুন; রাজশাহী : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৭ পিএম
রাজশাহীতে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীতে বিএনপির কর্মীদের বিরুদ্ধে তিন বিঘা জমি দখল নিয়ে প্লট করে বিক্রির অভিযোগ করে সংবাদ সম্মেলন কলেছেন ভুক্তভোগী একটি পরিবার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবার এই দাবি করেন। লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো: জুলহাস উদ্দিন জানান, তার বাবা ১৯৭৮ সালে রাজশাহী নগরীর শাহমখদুম এলাকার কুচপাড়া গ্রামে তিন বিঘা জমি লীজ নেন। ২০০০ সালের পর তিনি মারা গেলে সেই জমি ভোগদখল করে আসছিলেন তার ৫ সন্তানা। ৫ আগস্টের পর স্থানীয় কিছু বিএনপির কিছু কর্মী তাকে ডেকে নিয়ে ওই জামি থেকে সরে যেতে বলেন। তবে তিনি তাদের কথানা রাজি না হওয়ায় সন্ত্রাসী পাঠিয়ে জমিতে থাকা বাঁশ ঝাড় ও ফলের বাগান কেটে সাবার করে দেয়া হয় এবং পাহাড়া দিয়ে প্লট করে জমি বিক্রি করে দেয়া হয়। এবিষয়ে ভুক্তভোগী জুলহাস থানায় অভিযোগ করেও কোন বিচার পাননি। এখন তার জমিতে রাতারাতি বাড়ি নির্মাণ করে ফেলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, বর্তমান সরকার তার সাথে হওয়া এই অন্যায়ের বিচার করবেন। সংবাদ সম্মেলনে জুলহাস উদ্দিন সহ তার বোন, ভাই ও স্ত্রী উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে