রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কিছু ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় ঠিকাদাররা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে এই মানবনন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঠিকাদার নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত ১৫ বছরে কিছু ঠিকাদারী প্রতিষ্ঠান একক ভাবে কাজ করে গেছে। তারা জাল সনদ তৈরি করেছে। সেই সনদে কাজ পেতে নির্বাহী প্রকৌশলীদের চাপ প্রয়োগ করেছে। নেতৃবৃন্দ আরও দাবি করেন, সরকারি ক্রয় সংক্রান্ত পিপিআরের সংশোধন না হলে এই ধারা অব্যাহত থাকবে। কাজেই পিপিআর সংশোধন জরুরী।