বাজিতপুরে সুহৃদ এর পুণজাগরণ ও ৫ নারী উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান

এফএনএস (খন্দকার এইচ.আর ফয়ছল; বাজিতপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:২৯ পিএম
বাজিতপুরে সুহৃদ এর পুণজাগরণ ও ৫ নারী উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের পালপাড়া সুহৃদের চেয়ারম্যান শিল্পী বণিক এর প্রধান কার্যালয়ে পুণর্জাগরণ সূচিত হয়েছে। সোমবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ প্রধান অতিথি হিসেবে ছিলেন। এ সময় বিভিন্ন বক্তারা বলেন, বাজিতপুরে সুহৃদ একযুগ অধিককাল মানুষের সেবায় নিয়োজিত ছিল। মধ্যে সুহৃদ বন্ধ থাকার পর পুণরায় তার নবজাগরণ সোমবার থেকে শুরু হয়েছে। নবজাগরণ  করার পরই ৫জন উদ্যোক্তাকে ভালো কাজের জন্য ক্রেস্ট ও পুরষ্কৃত করেন। ৫ জন স্বাবলম্বী উদ্যোক্তা হলেন, পৌর শহরের পূর্ব চন্দ্রগ্রামের শিমু বেগম বিভিন্ন জাতের ছাগল প্রজনন প্রক্রিয়া করে যাচ্ছেন। সেলাই প্রশিক্ষণে রুনা বেগম একজন সফল উদ্যোক্তা। তিনি সাংসারিক পরিচালনার পাশাপাশি বিভিন্ন মহিলাদের সেলাই প্রশিক্ষণ দিচ্ছেন, পুতুল বেগম নকশী কাঁথা বা শাড়ীর হাতের কাজ করে সংসার চালাচ্ছেন, পশ্চিম বাজিতপুরের হ্যাপী বেগম উন্নত জাতের মুরগী পালন করে সফলতা অর্জন করেছেন তার ছেলে-মেয়ে নিয়ে এখন স্বাবলম্বী আছেন। এ সময় উপস্থিত ছিলেন সুহৃদ এর চেয়ারম্যান শিল্পী বণিক বাজিতপুর সমাজসেবা অফিসার বাবুল মিয়া, মোঃ কামরুজ্জামান, খোকন বণিক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ইন্দ্রজিত দাস।

আপনার জেলার সংবাদ পড়তে