দৌলতপুরে পুলিশ সদস্যের বাড়িতে লুটপাট, ভাংচুর

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৭ পিএম
দৌলতপুরে পুলিশ সদস্যের বাড়িতে লুটপাট, ভাংচুর

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী কুরমি পাড়া গ্রামের পুলিশ সদস্য মোঃ সজিবুর রহমানের বাড়িতে সম্প্রতি এলাকার চিহ্নিত জিয়াউর রহমান জিহার নেতৃত্বে সশস্ত্র অবস্থায় আওয়ামী লীগ নেতা সাইফুল, শরিফুল, জল্লাদ,কাবের, ফেরদৌস, মিজান,মিলন,রাজু,আরজেল,সুজন,সম্রাট সহ ২০/২৫ সশস্ত্র সন্ত্রাসী তার বাড়িতে প্রবেশ করে বাড়ির দরজা জানলা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাড়ির মালিক সজিবুর ও তার স্ত্রী সামিয়া খাতুন সহ অন্যান্য সদস্যদের বেধড়ক মারপিট করে দশটি গরু ছাগলসহ অন্যান্য মালা মাল মিলে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ওইসব সন্ত্রাসীরা বাড়ির লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়। এ ছাড়াও গত বুধবার রাতে দৌলতখালী গোডাউন বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের পুত্র শরিফুল ইসলাম এর বাড়িতেও অনুরূপ ভাঙচুরা লুটপাট চালায় এ এ ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে অভিযোগ থামায় দায়ের করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে