অধরা থেকে যায় ৯৯ শতাংশ সোনা চোরাচালান

এফএনএস অর্থনীতি : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১৮ পিএম : | আপডেট: ৩ মার্চ, ২০২৫, ০৭:৩১ পিএম
অধরা থেকে যায় ৯৯ শতাংশ সোনা চোরাচালান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, দেশে স্বর্ণ চোরাচালানের ৯৯ শতাংশই ধরা পড়ে না। এই চোরাচালান দেশের জন্য ভালো নয়, কারও জন্যই ভালো নয়। বৈধ পথে স্বর্ণ আমদানি করতে হবে। প্রয়োজনে ব্যাগেজ রুলে সংশোধনী আনা হবে। গত রোববার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়, সহসভাপতি রিপনুল হাসান, মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বাজুস নেতারা বলেন, চার বছর ধরে স্বর্ণ আমদানির লাইসেন্স দেওয়া হচ্ছে। কিন্তু ডলার সংকটে দুই বছর ব্যবসায়ীরা আমদানি করতে পারেননি। আমদানিতে বিভিন্ন কারণে অনেক সময় ব্যয় হয়। তাই আমদানি পদ্ধতি সহজ করা ও করহার কমাতে হবে। এ ছাড়া যারা বেশি ভ্যাট দেন, তাদের ওপর আরও বোঝা চাপানো হয়। এসব আলোচনার পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, যদি বলেন চোরাচালান হচ্ছে না, তাহলে এসব স্বর্ণ আসে কোথা থেকে। বাজারে এত এত স্বর্ণ, অথচ আমদানি নেই কেন- এই প্রশ্নের উত্তর জানা নেই। এর জবাব খুঁজতে চাই। ১০০টি চোরাচালানের মধ্যে হয়তো একটি ধরা পড়ে। বাকিগুলো ধরা পড়ে না।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW