গোমস্তাপুরে তারন্য উৎসব ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৬ পিএম
গোমস্তাপুরে তারন্য উৎসব ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তারন্য উৎসব ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা। সোমবার বিকেলে আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাপণী খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, যুব উন্নয়ন কর্মকর্তা মো: পারভেজ, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। প্রতিযোগিতার ক্রিকেট খেলায় রহনপুর পৌরসভা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছেন পার্বতীপুর ইউনিয়ন, ব্যাডমিন্টনে রাধানগর ইউনিয়ন চ্যাম্পিয়ন ও রহনপুর পৌরসভা রানার্সআপ হয়েছেন। এছাড়া ফুটবল খেলায় চৌডালা ইউনিয়ন ১-০ গোলে রহনপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে