বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে চরম শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে দ্বিতীয় দিনের ন্যায় মঙ্গলবার শাটডাউন কর্মসূচি চলছে।
এর আগে সোমবার সকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে আন্দোলন কর্মসূচি শুরু করে। প্রথমদিন কলেজ অধ্যক্ষর কার্যালয় ও প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দ্বিতীয়দিনের ন্যায় শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি পালন করছেন। দ্রুত শিক্ষক সংকটের সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও শিক্ষার্থীরা জানিয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, কলেজের অর্ধেকেরও বেশি শিক্ষকের পদশূন্য রয়েছে। যার কারণে তাদের শিক্ষার পাশাপাশি হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবাও চরমভাবে বিঘ্নিত হচ্ছে। শিক্ষক সংকটের ফলে একাডেমিক কার্যক্রমে প্রচুর সমস্যার সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার্থীরা সঠিক শিক্ষা পাচ্ছেন না। এজন্য তারা বাধ্য হয়ে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন।
৫৩ তম ব্যাচের শিক্ষার্থী আজিমুল ইসলাম বলেন, শের-ই বাংলা মেডিক্যাল কলেজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয়ক্ষেত্রেই বড় সমস্যার সৃষ্টি হচ্ছে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি হাসপাতালের রোগীও এর ক্ষতির শিকার হচ্ছেন।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ফায়জুল বাশার শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক দাবি করে বলেন, শিক্ষকদের অভাব আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছি। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে। অধ্যক্ষ আরও বলেন, কলেজে শিক্ষক নিয়োগ এবং শিক্ষক সংকটের সমাধান করার জন্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার ফলে তারা ভীষণ দুর্ভোগের সম্মুখীন হয়েছেন।