ঝিকরগাছায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫৩ পিএম : | আপডেট: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫৫ পিএম
ঝিকরগাছায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে যশোরের ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই বোন মারা গেছেন। এদের মধ্যে ইয়ামিন হোসেনের শিশু কন্যা সুমাইয়া (৩) এবং চাচাতো ভাই ইয়াসিন হোসেনের মেয়ে সুরাইয়া (২)। এদের বাড়ি মাটিকুমরা গ্রামের পূর্বপাড়ায়। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, মঙ্গলবার সকালে তার দাদা আনারগাজী নিজ পুকুরে মাছ ধরছিলেন। এ সময় তার দুই পুতনি সুরাইয়া (২) এবং সুমাইয়া (৩) দাদার মাছধরা দেখতে পুকুরপাড়ে এসেছিল। মাছ ধরা শেষে দাদা আনার গাজী তার দুই পুতনি (ছেলের কন্যা) কে খুঁজছিলেন। খোঁজাখুঁজির পর পাশের এক পুকুরে সুমাইয়া এবং সুরাইয়াকে পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখেন। দ্রুত তাদেরকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তারা মৃত বলে জানান। দুই মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে