সুন্দরগঞ্জে তিস্তা পাড়ে জনতার ঢল

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৮ পিএম
সুন্দরগঞ্জে তিস্তা পাড়ে জনতার ঢল

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা ব্রীজ পয়েন্টে মঙ্গলবার ২ দিন ব্যাপী কর্মসূচির শেষ দিনে জনতার ঢল নেমেছে। তাদের মুখে একটাই স্লোগান “জাগো বাহে বাঁচাও তিস্তা”। দিনভর ব্রীজ পয়েন্টে কর্মসূচি চলাকালে হাজারও জনতার উদ্দেশ্যে প্লাকার্ড প্রদর্শন, ঘুড়ি উড়ানো, ভাওয়াইয়া, পালা, জারি, শারি গান পরিবেশন ও নাটক মঞ্চায়ন হয়। এছাড়া তিস্তা পাড়ের মানুষদের অংশ গ্রহণে হা-ডু-ডু, দারিয়াবান্ধা সহ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে তুলে ধরা হয় ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে মরা খালে পরিণত হওয়া তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষের জীবন জীবিকা নিয়ে দুদর্শা চিত্র। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও তিস্তা বাঁচাও আন্দোলনের সম্বনয়ক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুর ন্নবী টিটুল, সহসভাপতি অধ্যাপক ডা. জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির আহব্বায়ক বাবুল আহম্মেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক সহ আপাময় জনতা।

আপনার জেলার সংবাদ পড়তে