ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে দাকোপের তোহা

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৩ পিএম
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে দাকোপের  তোহা

চালনা পৌরসভার গোঁড়কাঠি এলাকার মেধাবী শিক্ষার্থী সায়িমা সুলতানা তোহা ২০২৪ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত দেশব্যাপী বৃত্তি স্কলারশিপ পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে চালনা চিলড্রেন পার্ক প্রি ক্যাডেট স্কুলের মেধাবী ছাত্রী।

সায়িমার এই সাফল্যে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকাবাসী অত্যান্ত খুশী। তার বাবা সাইফুল্লাহ একজন প্রবাসী এবং মা জেসমিন আক্তার গৃহিণী। মেয়ের এমন কৃতিত্বে তার মা-বাবা অত্যন্ত গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। সামিয়া সুলতানা তোহা ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW