জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৫ পিএম
জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামী আয়োজনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল পুরাতন বাসটার্মিনাল চত্বরে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন-জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল টীম সদস্য মাওলানা মির্জা আশেক এলাহী।

নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশ ও মিছিলে আরো উপস্থিত ছিলেন-জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, নায়েবে আমির জাকির হোসাইন, সহকারী সেক্রেটারী আইয়ুব হোসেন খান, আবুল বাশার, কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, হেমায়েতুল হক হিমু, সদর উপজেলা আমির মাওলানা আব্দুল্লাহ আল আমিন, ছাত্রশিবিরের জেলা সভাপতি  এস এম সালাউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।

বক্তারা, অবিলম্বে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে