চ্যাম্পিয়ন্স ট্রফির কমেন্ট্রি বক্সে দেখা যাবে যাদের

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৯ পিএম : | আপডেট: ১৫ মার্চ, ২০২৫, ০৫:৫৩ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফির কমেন্ট্রি বক্সে দেখা যাবে যাদের

ভয়েস অব বাংলাদেশ"-খ্যাত আতহার আলি খান ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মেগা টুর্নামেন্টের ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশের সাবেক ওপেনার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খানকে রেখে ধারাভাষ্য প্যানেল ঘোষণা আইসিসির। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্য প্যানেলে আছেন মোট ২১ জন। এদের মধ্যে অধিকাংশই সাবেক ক্রিকেটার। ক্রিকেট ধারাভাষ্যের জনপ্রিয় সব মুখকেই রাখা হয়েছে দুবাই, পাকিস্তানের এই ইভেন্টে। ধারাভাষ্য প্যানেলের নেতৃত্বে থাকছেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, মেল জোন্স, ইয়ান বিশপরা। আজ বুধবার পর্দা উঠছে এবারের চ্যাম্পিয়নস ট্রফির। বাংলাদেশের প্রথম ম্যাচ পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে। রাউয়ালপিন্ডিতে পরের দুই ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্যকার প্যানেল- 

ইয়ান বিশপ, রমিজ রাজা, রবি শাস্ত্রী, ডেল স্টেইন, ইয়ান স্মিথ, নাসের হুসেইন, মাইকেল আথারটন, সুনীল গাভাস্কার, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন, বাজিদ খান, ওয়াসিম আকরাম, পমি এমবাঙ্গা, আতহার আলি খান, শন পুলক, ক্যাটি মার্টিন, মেল জোন্স, দিনেশ কার্তিক, সাইমন ডুল, ইয়ান ওয়ার্ড, কাস নাইডু।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে