'মাস্টারমাইন্ড' নামক মিডিয়ার তৈরি 'হাইপ': মাহফুজ আলম

এফএনএস ডেস্ক : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৯ পিএম
'মাস্টারমাইন্ড' নামক মিডিয়ার তৈরি 'হাইপ': মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম গণ-অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "এ অভ্যুত্থান সবার। তাই একসঙ্গে এগিয়ে যেতে হবে।" পাশাপাশি তিনি স্পষ্টভাবে মাস্টারমাইন্ড নামক মিডিয়ার তৈরি 'হাইপ' প্রত্যাখ্যান করেছেন।

গতরাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম এসব কথা বলেন। 

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন চলাকালে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের আগে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে অন্তত পাঁচ-ছয়টি গ্রুপের মতামত নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। এটি শুধুমাত্র একটি সিদ্ধান্ত গ্রহণকারী গোষ্ঠীর সক্ষমতার পরিচয় নয়, বরং এতে বিভিন্ন পক্ষের মতামতের প্রতিফলন ঘটেছে। জনগণ কারও সিদ্ধান্তের জন্য বসে থাকেনি, বরং তারা নিজস্ব নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে।

মাহফুজ আলম বলেন, "আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে, তবে অন্তর্ঘাতকারীদের (স্যাবোটার) বাদ দিয়ে। যারা পিছন থেকে ছুরি মারে, অনার কোড মানে না—তারা যেকোনো রাজনৈতিক বন্দোবস্তের জন্য হুমকি। রাজনীতি মানে শুধু ভদ্রলোকের চুক্তি (জেন্টেলম্যানস অ্যাগ্রিমেন্ট) নয়, এটি বাস্তব কৌশলগত বোঝাপড়ার বিষয়ও।"

তার কিছু বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। বিশেষ করে 'তৌহিদি জনতা' শব্দগুচ্ছ নিয়ে যাদের আপত্তি রয়েছে, তাদের অনুভূতির প্রতি তিনি শ্রদ্ধাশীল বলে জানান। তিনি বলেন, "যদি আমার কোনো বক্তব্য বিভাজনমূলক মনে হয়, তাহলে আমি তা পুনর্বিবেচনা করতে প্রস্তুত। আমাদের অবস্থান হতে হবে ভারসাম্যপূর্ণ ও ঐক্যের ভিত্তিতে।" তিনি জালিম বা মজলুম কোনো পক্ষেই থাকতে চান না, বরং সবার স্বার্থ রক্ষার পক্ষে আছেন।

তিনি বলেন, "আমাদের শত্রুর সংখ্যা অনেক, এবং তারা অত্যন্ত শক্তিশালী। মিত্রের সংখ্যা খুবই কম। তাই প্রয়োজনে কিছুটা ছাড় দিয়ে হলেও মিত্রতা বাড়াতে হবে, যাতে শত্রুদের মোকাবিলা করা সম্ভব হয়। এতে দেশের জনগণেরই উপকার হবে।"

মাহফুজ আলম জোর দিয়ে বলেন, "গণ-অভ্যুত্থানের সকল শক্তির ঐক্যই আমাদের চূড়ান্ত লক্ষ্য। একটি ঐতিহাসিক রাজনৈতিক ব্লক তৈরির সম্ভাবনা আমাদের সামনে ছিল, এবং এখনও রয়েছে। ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক জনগোষ্ঠীকে নিজেদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা করতে হবে। কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির কোনো জায়গা দেওয়া যাবে না।"

তার বক্তব্য থেকে স্পষ্ট যে, তিনি গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার পক্ষে এবং বিভাজন সৃষ্টি না করে ঐক্যের মাধ্যমে রাজনৈতিক অগ্রগতি অর্জনের আহ্বান জানিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে