যাত্রীবেশে ইজিবাইকে উঠে পথিমধ্যে সোহেল খান নামের এক ইজিবাইক চালককে হত্যার উদ্দেশ্যে হাতুরি পেটা করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। খবরপেয়ে পরিবারের সদস্যরা আহত ইজিবাইক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার। আহত সোহেল উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত ইজিবাইক চালক সোহেল খান (৪২) অভিযোগ করে বলেন, ইজিবাইক নিয়ে সোমবার বিকেলে তিনি ভুরঘাটা বাসষ্ট্যান্ডে অবস্থান করছিলেন। এরইমধ্যে চারজন অপরিচিত কিশোর যাত্রীবেশে ইজিবাইক উঠে ভুরঘাটা রেন্ড্রিতলা যেতে বলে। তাদেরকে নিয়ে রেন্ড্রিতলা যাওয়া মাত্রই পূর্বথেকে ওৎপেতে থাকা কমলাপুর গ্রামের মাওলা হাওলাদারের বখাটে ছেলে রিফাত হাওলাদার ও ইজিবাইকে থাকা কিশোররা হত্যার উদ্দেশ্যে আমাকে হাতুরি পেটা করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় আমার ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহতের স্ত্রী আকলিমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, গত বছর মাওলা ও তার সহযোগিরা আমার স্বামীর একটি ইজিবাইক চুরি করে নিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে মাওলা হাওলাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।