চাটমোহরের বিলচলন ইউনিয়ন তাঁতীদলের কমিটি বিলুপ্ত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৩ পিএম
চাটমোহরের বিলচলন ইউনিয়ন তাঁতীদলের কমিটি বিলুপ্ত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও তথ্য গোপনের অভিযোগে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন তাঁতীদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ নুরূর ইসলাম সামাদ ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজম এই কমিটি বিলুপ্ত ঘোষনা করে বিজ্ঞপ্তি দেন। উপজেলা তাঁতীদলের সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বিলুপ্ত কমিটির সভাপতি ও বিলচলন ইউপি চেয়ারম্যান মোঃ আঃ সালাম গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন,তিনি ও তার পরিবার বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। তিনি কখনও,কোনদিন কৃষকলীগের সাথে জড়িত ছিলেন না,কোনদিন আওয়ামী লীগও করেননি। তাকে ফাঁসানোর জন্যই তার প্রতিপক্ষ মিথ্যে ও মনগড়া অভিযোগ করেছেন এবং নানা অপপ্রচার চালাচ্ছেন। উপজেলা কৃষকলীগের কমিটিতে সদস্য হিসেবে তার নাম কিভাবে গেল,তা তিনি জানেন না। সংবাদ সম্মেলনে আঃ সালাম চাটমোহর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমানের দেওয়া একটি প্রত্যায়নপত্র উপস্থাপন করেন। সেখানে হাফিজুর রহমান উল্লেখ করেছেন,আঃ সালাম কোনদিন কৃষকলীগের সাথে জড়িত ছিলেন না,সে কখনও কৃষকলীগ করেনি।   


আপনার জেলার সংবাদ পড়তে