চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান

অবৈধ ভাবে চাউল প্রক্রিয়াজাত ও বিক্রয়ের দায়ে লাখ টাকা জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৬ পিএম
অবৈধ ভাবে চাউল প্রক্রিয়াজাত ও বিক্রয়ের দায়ে লাখ টাকা জরিমানা

চাঁদপুর জেলা শহরের ব্যবসায়িক এলাকা পুরান বাজার পান গোলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধভাবে চাউল প্রক্রিয়াজাত ও বিক্রয়ের দায়ে পুরান বাজার চাঁদপুর এন্টারপ্রাইজের ম্যানেজার সঞ্জয়কে  এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ  দুপুর ১২ টার সময়  চাঁদপুর সদর আর্মি ক্যাম্প, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় এবং চাঁদপুর মডেল থানা পুলিশ এর সহায়তায় অবৈধভাবে চাউল প্রক্রিয়াজাত করণ ও বিক্রয় এর সাথে জড়িত ব্যক্তিবর্গ/প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মিথ্যা বিজ্ঞাপন প্রচার ও ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করায় চাঁদপুর এন্টারপ্রাইজ, পুরানবাজার, চাঁদপুরকে (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়। সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবু নাঈমের নেতৃত্বে অভিযানে ছিলেন সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর, চাঁদপুর মডেল থানার এসআই ফেরদৌস।

এই বিষয়ে ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় পুরান বাজারের একটি চাউলের গোডাউনে অভিযান চালানো হয়। এখানে লোকাল চাউল চাষী ব্র্যান্ডের প্যাকেটে ঢ়ুকিয়ে বাজারজাত করার চেষ্টা করছে। সেই চাউলগুলো জব্দ করে ভোক্তা অধিকার আইন অনুসারে এদেরকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়েছে। চাঁদপুর সদর সেনা ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের এ তথ্য জানানো হয়। উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুর জেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে