রাজশাহীর আলোচিতি পুলিশ কর্মকর্তা (এএসআই) কে বরখাস্ত

এফএনএস (এস.এইচ.এম তরিকুল ইসলাম; রাজশাহী) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৩ পিএম
রাজশাহীর আলোচিতি পুলিশ কর্মকর্তা (এএসআই) কে বরখাস্ত

গভীর রাতে রাজশাহী নগরীতে মাদক কারবারি এক নারীর ঘরে ‘ধরা পড়ে’ উত্তমমাধ্যম খাওয়া সোহেল রানা নামের সেই সেই পুলিশ কর্মকর্তাকে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। নগরীর চন্দ্রিমা থানায় কর্মরত ওই পুলিশ কর্মকর্তাকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর সাতবাড়িয়া এলাকায় এক নারীর ঘরে এএসআই সোহেল রানাকে পেয়ে লাঠিপেটা করে আটকে রাখেন স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয় মতিহার থানায় অবগত করলে সেখানকার পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে।

তথ্যটি বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিশ্চিত করে আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘এএসআই সোহেলকে আমাদের পুলিশ লাইন্সে ক্লোজড করার পাশাপাশি সাময়িক বরখাস্তও করা হয়েছে। এখন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত করা হবে। আর সেই তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, এএসআই সোহেল রানাকে যে নারীর ঘরে পাওয়া যায় সে নারী থাকেন তার বাবার বাড়িতে। তার স্বামী একজন মাদক কারবারি। বছর দেড়েক জেল খেটে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। স্বামী কারাগারে থাকার সময় থেকেই ওই নারী থাকেন বাবার বাড়িতে। এ বিষয়ে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক বলেন, ঘটনার রাতে ওই নারীর বাড়ি থেকে উদ্ধার করে এনে এএসআই সোহেল রানাকে থানা হেফাজতে রাখা হয়েছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করে। তখন তাকে চন্দ্রিমা থানায় পাঠিয়ে দেয়া হয়। সেখান থেকে এএসআই সোহেল পুলিশ লাইন্সে চলে গেছেন বলে শুনেছি।