একুশের প্রথশ প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

এফএনএস অনলাইন ডেস্ক:
| আপডেট: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১৮ এএম | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৭ এএম
storage/2025/february/21/news/78667b77b1075e43.jpg

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে  কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন। এর পরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

শুক্রবার একুশের প্রথম প্রহরে ১২টা ২ মিনিটে তিনি শহীদ মিনারে ফুল দেন। ফুল দেওয়া শেষে শহীদ মিনার ত্যাগ করেন রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন। 

এরপর ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীয়তে ১২টা ১২ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করেন প্রধান উদেষ্টা। 

এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

আপনার জেলার সংবাদ পড়তে