বাঘায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা টিটন গ্রেফতার

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫৪ পিএম
বাঘায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা টিটন গ্রেফতার
জাহিদুল ইসলাম টিটন

রাজশাহীর বাঘায় ককটেল বিস্ফোরণ মামলায় জাহিদুল ইসলাম টিটনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে রাজশাহীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

জাহিদুল ইসলাম টিটন মনিগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মনিগ্রামের বাসিন্দা। 

এ বিষয়ে বাঘা থানার তদন্ত কর্মকর্তা সুপ্রভাত মন্ডল বলেন, ১৭ জানুয়ারি রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। এর অভিযোগে জাহিদুল ইসলাম টিটনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে