ভাষা শহীদদের পরিবারকে সম্মান দিতে রাষ্ট্র ব্যর্থ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০২ পিএম
ভাষা শহীদদের পরিবারকে সম্মান দিতে রাষ্ট্র ব্যর্থ: জামায়াত আমির
ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৫২ সালের ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

ডা. শফিকুর রহমান বলেন, ‘ভাষা শহীদদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, তাদের এ ব্যর্থতার দায় নিতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘একুশে ফেব্রুয়ারি এলেই ভাষা শহীদদের স্মরণ করা হয়, কিন্তু তাদের পরিবারকে বুকে টেনে সম্মান জানানো হয় না। এটি অত্যন্ত দুঃখজনক।’  

জামায়াত আমির ইতিহাসের নায়কদের সম্মান দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা ইতিহাসের নায়কদের সম্মান দিতে জানি না। বরং ইতিহাস বিকৃত করি। কিন্তু ইতিহাস নির্মম, কাউকে ছাড় দেয় না। যারা ইতিহাস বিকৃত করে, তারা সবসময় ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়।’  

তিনি আরও অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছর ধরে ইতিহাসকে টুকরো টুকরো করে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। এ ধরনের কাজ কোনো জাতির জন্য কল্যাণকর নয়।’  

জামায়াত আমির ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিশ, অধ্যাপক গোলাম আযমসহ সংশ্লিষ্ট সবার অবদান সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আযমের অবদান অস্বীকার করা যায় না। তমদ্দুন মজলিশের ভূমিকাও ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। যার যেখানে জায়গা, তাকে সেখানে স্থান দিতে হবে। ইতিহাস বিকৃত করলে জাতি সুবিধাবাদী হয়ে উঠবে।’  

একই দিনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আলোচনা সভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। কিন্তু আমাদের সঙ্গে কেউ যদি খেলতে চায়, তাহলে আমরা কারও দাবার ঘুঁটি হবো না। আমরা ফ্যাসিবাদের আমলে যে খেলা দেখেছি, তা আর দেখতে চাই না।’  

তিনি আরও বলেন, ‘চব্বিশের নিহত ও আহতদের রক্ত, জীবন ও ইজ্জতকে অপমানিত করা যাবে না। কিন্তু আমরা দেখছি, চাঁদাবাজি ও দখলদারিত্ব এখনও বন্ধ হয়নি। এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’  

মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকার মিথ্যা অভিযোগে তাকে ক্যাঙ্গারু কোর্টে সাজা দিয়েছে। পটপরিবর্তনের সপ্তম মাসেও তাকে হাজতে রাখা হয়েছে। আমি স্বেচ্ছায় জেলে যেতে প্রস্তুত, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’  

আগামী ২৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এটিএম আজহারুল ইসলামের রায় পুনর্বিবেচনার শুনানি হওয়ার কথা রয়েছে।  

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আবদুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য আবদুল মান্নান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে