রংপুরে আর্ন্তজাতিক মর্যাদা দিবস উদযাপন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর)
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৭ এএম
রংপুরে আর্ন্তজাতিক মর্যাদা দিবস উদযাপন

রংপুরে দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রর অধিনে দলিত জনগোষ্ঠির অধিকার শক্তিশালীকরণ প্রকল্প  কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মর্যাদা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও মানববন্ধ অনুষ্ঠিত হয়।  বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর সিটি কর্র্পোরেশন চত্তরে র‌্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের সমাজ কল্যান ও বস্তি  উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া । এ সময়  উপস্থিত ছিলেন রংপুর দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী মোঃ নুরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন রংপুর জজ কোটের এ্যাডভকেট মণি লাল দাস, রংপুর দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী মোঃ  ইকবাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম মিয়া তার বক্তব্যে বলেন, মানুষ যে পেশা ও ধর্মেরই হোক না কেন, প্রত্যেকের সম্মান ও মর্যাদা আছে। তাই আমরা সকলকে মর্যাদার চোখে দেখি ও সম্মান প্রদান করি। যে জাতী একে অপরকে সম্মান করেন, সে জাতী ততো বেশী প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তরা আরও বলেন,  মূলত্ব দলিত হরিজন জনগোষ্ঠির সদস্যদেরকে সমাজে অন্যান্য মানুষ ছোট চোখে দেখেন, মানুষ হিসাবে তাদেরকে সম্মান বা মর্যাদা দেওয়া হয় না। দলিত হরিজন সম্প্রদায়ের জনগণের অধিখার ও সম্মান ও মর্যাদা অটুট রাখার জন্য গন সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসের উদ্দেশ্য। আর্ন্তজাতিক মর্যাদা দিবসের মানববন্ধন ও র‌্যালিতে অংশগ্রহণ করেন রংপুরের দলিত হরিজন সম্প্রদায়ের সদস্য গণ।

আপনার জেলার সংবাদ পড়তে