রাজশাহীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী-সতিন গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৫৫ পিএম
রাজশাহীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী-সতিন গ্রেপ্তার
রাজশাহী নগরীতে গৃহবধূ হেলেনা খাতুনকে (৩৫) পুড়িয়ে হত্যার অভিযোগে তার স্বামী আলমগীর হোসেন রয়েল (৪২) ও সতিন মোসা. সেলিনাকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহীর র‌্যাব-৫ ও  কিশোরগঞ্জের র‌্যাব-১৪ এর যৌথদল এ অভিযান চালায়। আলমগীর হোসেন রয়েল বাড়ি রাজশাহী নগরের সবজিপাড়া মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি নগরের ভদ্রা এলাকার ভাড়া বাড়ি থেকে গৃহবধূ হেলেনার পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় স্ত্রী হেলেনাকে নিয়ে ওই বাসায় উঠেছিলেন রয়েল। ঘটনার দিন থেকে রয়েল ও তার প্রথম স্ত্রী সেলিনা আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন হেলেনার মা।

র‌্যাব জানায়, দুইবছর আগে হেলেনাকে দ্বিতীয় বিয়ে করেন রয়েল। সংসারে সতীন থাকায় বিয়ের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ ছিল। হেলেনাকে তারা পুড়িয়ে হত্যা করেন বলে অভিযোগ আছে। এ অভিযোগে থানায় মামলা হলে র‌্যাব ছায়াতদন্ত করছিল। র‌্যাব আরও জানায়, হত্যাকান্ডের পর থেকেই তদন্তে সন্ধিগ্ধ আসামি রয়েল ও তার প্রথম স্ত্রী সেলিনা নিজেদেরকে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনের চেষ্টা করেছিলেন। তাদেরকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে তুলবে পুলিশ।
আপনার জেলার সংবাদ পড়তে