মহান শহীদ দিবসে লালপুরে বিএনপির শোক শোভাযাত্রা

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৪ পিএম
মহান শহীদ দিবসে লালপুরে বিএনপির শোক শোভাযাত্রা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নাটোরের লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ফেব্রুয়ারি) সকালে বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটি ও বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এ্যাড. ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির সহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে ও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে তারা লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি'র সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের ছোট সন্তান প্রতীক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন বাবলু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন,

উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, গোপালপুর পৌর ছাত্রদলের আহবায়ক প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপরে তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে