রংপুরে

জামাল উদ্দীন প্রি-ক্যাডেট স্কুল শিবরামের শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর)
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৯ এএম
জামাল উদ্দীন প্রি-ক্যাডেট স্কুল শিবরামের শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান

রংপুর মহানগরীর তাজহাট এলাকার জামাল উদ্দীন প্রি-ক্যাডেট স্কুল শিবরাম কর্তৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সংবর্ধনা প্রদান এবং সুন্দর হাতের লেখার পুরুস্কার, ইংলিশ স্পোকেন প্রতিযোগিতা, ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 গতকাল বৃহস্পতিবার নগরীর তাজহাট এলাকায় স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড  প্রি -ক্যাডেট স্কুল সোসাইটির মহাসচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড  প্রি -ক্যাডেট  স্কুল সোসাইটির সাংগঠনিক সচিব মোঃ আজহারুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়ন( আরপিইউজে) ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সার্জন মশিউর রহমান মুসা, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন  প্রি -ক্যাডেট  স্কুল সোসাইটির যুগ্ম সচিব মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক সংরক্ষিত কাউন্সিলর ফরিদা কালাম, ওরিয়েন্ট ফাউন্ডেশন স্কুল রংপুরের পরিচালক  জিয়াউল আহমেদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মনসুর আলী। সভাপতিত্ব করেন জামাল উদ্দীন প্রি -ক্যাডেট স্কুল শিবরামের সভাপতি জাহাঙ্গীর আলম ও সঞ্চলনা করেন মডার্ন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক মিজানুর রহমান মিজান । এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।