রাজশাহীর পদ্মাপাড়ে মুখে স্কচটেপ লাগানো ব্যক্তির পরিচয় মিলেছে

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪০ পিএম
রাজশাহীর পদ্মাপাড়ে মুখে স্কচটেপ লাগানো ব্যক্তির পরিচয় মিলেছে
রাজশাহী নগরীর পদ্মার পাড়ে মুখে স্কচটেপ লাগানো এক ইলেকট্রিক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় লাশটি পাওয়া যায়। তার নাম আবুল বাসার ওরফে মিন্টু (৩৫)। নগরীর মির্জাপুর পূর্বপাড়া মহল্লায় তার বাড়ি। বাবার নাম মৃত কসিম উদ্দিন। বিনোদপুর বাজারে তার ইলেকট্রিক ব্যবসার দোকান আছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাশটি পদ্মাপাড়ের ওই কাশবনেই ছিল। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছিল পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার পরনে প্যান্ট, গেঞ্জি এবং জ্যাকেট ছিল। চোখে চশমা ছিল। তার মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল। এর ওপরে স্কচটেপ লাগানো ছিল। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিকেলে পদ্মার পাড়ে ঘুরতে আসা লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। সেখান থেকে বিষয়টি রাজপাড়া থানা-পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সামাজিক মাধ্যমে লাশের ছবি ছড়িয়ে পড়ার পর নিহত ব্যক্তির স্বজনেরা তাকে শনাক্ত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্যবসায়ী আবুল বাসার নিখোঁজ ছিলেন। আলামত দেখে মনে হয়েছে এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে