বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বলিউড অভিনেত্রী পুনম পান্ডে এবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে, এক ভক্ত সেলফি তোলার অজুহাতে তাকে যৌন হয়রানি করেছেন। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাল রঙের গাউন পরে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন পুনম পান্ডে। তিনি যখন ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন, তখন এক ব্যক্তি পেছন থেকে এগিয়ে এসে ছবি তোলার অনুরোধ করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি পুনমকে জাপটে ধরেন এবং চুমু খাওয়ার চেষ্টা করেন। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় বিস্মিত হয়ে অভিনেত্রী নিজেকে সরিয়ে নেন।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানামুখী প্রতিক্রিয়া। কেউ এটিকে গুরুতর অপরাধ হিসেবে আখ্যা দিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন, আবার কেউ পুরো ঘটনাটিকে সাজানো বলে দাবি করছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘পুরোটাই বানানো নাটক, দারুণ অভিনয়!’ অন্যদিকে, আরেকজন লিখেছেন, ‘তারকাদের জন্য এ ধরনের অভিজ্ঞতা নতুন নয়, কিন্তু এটি কখনোই গ্রহণযোগ্য নয়।’
এখনও পর্যন্ত পুনম পান্ডে কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বলিউডে নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
প্রসঙ্গত, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পুনম পান্ডে আগেও বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন। গত বছর তিনি নিজের মৃত্যুর ভুয়া খবর রটিয়ে আলোচনার জন্ম দেন, যা পরে তিনি জরায়ু ক্যানসার সচেতনতা বৃদ্ধির জন্য করেছিলেন বলে জানান। এছাড়াও, বিভিন্ন সময়ে খোলামেলা পোশাক ও সাহসী মন্তব্যের জন্য তিনি সমালোচিত হয়েছেন। ২০১১ সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ জেতার পর তিনি নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে ব্যাপক বিতর্ক তৈরি করেছিলেন।
এ ধরনের ঘটনাগুলো তার তারকাখ্যাতির অংশ হলেও, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রশ্ন উঠছে, জনসমক্ষে নারীদের নিরাপত্তা কতটা নিশ্চিত করা যাচ্ছে? তারকাই হোন বা সাধারণ মানুষ, এমন হয়রানি কখনোই কাম্য নয়। বলিউডের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আলোচনা এখনও চলমান, এবং এটি কতদূর গড়াবে তা সময়ই বলে দেবে।