শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয় তাকে। পরে সেখান থেকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় সাবেক এই সামরিক কর্মকর্তাকে। গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় সালাহউদ্দিন মিয়াজী। এর আগে ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ফ্যাসিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন তিনি।