আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় অর্ধ সহ-্রাধিক অসহায় এবং গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে। গতকাল শুক্রবার শাহেদা-জাফর ফাউন্ডেশন কর্তৃক ওই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য লোকজনও উপস্থিত ছিলেন। এতে ইফতার সামগ্রীর প্রত্যেক প্যাকেটে ছোলা ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, খেজুর ১/২ কেজি এবং চিড়া ১ কেজি রয়েছে। এলাকার মানবিক প্রতিষ্ঠান ‘শাহেদা-জাফর ফাউন্ডেশনের’ চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী ও সাপ্তাহিক আলোকিত সৌরভের প্রধান উপদেষ্টা আলহাজ্ব এম. এ. জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ইফতার সামগ্রীগুলো বিতরণ করেন। এই উদ্যোগ সম্পর্কে আলহাজ্ব এম. এ. জাফর সাংবাদিকদের বলেন, রমজান সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। এই মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা চাই- সমাজের সব মানুষ একসঙ্গে ইফতারের আনন্দ উপভোগ করুক। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে, ইফতার সামগ্রী পেয়ে দরিদ্র মানুষজন খুবেই আনন্দিত হয়েছেন। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তারা জানান, অতীতে প্রতি বছরই শাহেদা-জাফর ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ফাউন্ডেশনের চেয়ারম্যানকে। প্রসঙ্গত, শাহেদা-জাফর ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। যার মধ্যে দরিদ্র পরিবারে ত্রাণ সহায়তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং শীতবস্ত্র প্রদান অন্যতম। এম. এ. জাফর চাটগাঁর টিভির উপদেষ্টা, এলডিপি’র যুক্তরাষ্ট্রের সভাপতি এবং বাংলাদেশে একই সংগঠনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছাড়াও বিভিন্ন সামাজিক, ধর্মীয় এ্বং জনকল্যাণমুলক প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বলে জানাগেছে।