রাজশাহীর মিন্টু হত্যায় মামলা, হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৬ পিএম
রাজশাহীর মিন্টু হত্যায় মামলা, হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ
রাজশাহীর ইলেকট্রিক ব্যবসায়ী আবুল বাসার মিন্টুকে হত্যার ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানায় এ মামলা করেন নিহত ব্যক্তির স্ত্রী। এদিকে ব্যবসায়ী মিন্টুর খুনিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে রাজশাহীর ইলেকট্রিক ব্যবসায়ীরা বিক্ষোভ-সমাবেশ করেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি। সমাবেশ থেকে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বক্তরা বলেন, অবিলম্বে তাদের সংগঠনের সদস্য আবুল বাসারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ব্যবসায়ী আবুল বাসার মিন্টু নগরীর বিনোদপুর বাজারের মেসার্স তামিম ইলেকট্রিকের মালিক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন পদ্মার পাড়ে মুখে পলিথিন ও স্কচটেপ প্যাঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। শনিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে চেষ্টা করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে