পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের কনফারেন্স রুমে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলু। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ইউএনও মোছা. নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ও ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) আব্দুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভাসহ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম,সহ- সভাপতি কবি নুরুজ্জামান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ মজিবুর রহমান প্রমুখ।