পুলিশ বাহিনী কোনো দলের তল্পিবাহক হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩৭ পিএম | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১৬ পিএম
পুলিশ বাহিনী কোনো দলের তল্পিবাহক হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

পুলিশের পেশাদারিত্ব এবং নৈতিকতার প্রতি গুরুত্বারোপ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ পুলিশ কখনো কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না। রোববার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় অনুষ্ঠিত ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, "বাংলাদেশ রাষ্ট্র সকল নাগরিকের, কোনো একটি দলের, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়। পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী হিসেবে সুনির্দিষ্ট আইন মেনে চলবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিবেদিত থাকবে।" তিনি আরও বলেন, পুলিশ বাহিনী কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ বা বেআইনি কাজ করবে না। 

এ সময় তিনি নতুন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আজ থেকে আপনি সবাই সুনিপুণ প্রশিক্ষিত এবং চৌকস পুলিশ অফিসার হিসেবে মাঠে নামবেন। এই নতুন জীবন শুরু করার আগে আপনাদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রস্তুত থাকতে হবে।"

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৩৮তম বিসিএস পুলিশ ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৫৭ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন। তবে এই ব্যাচে ৬ শিক্ষানবিশ পুলিশ কর্মকর্তা নানা অভিযোগের কারণে অব্যাহতি পান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “পুলিশ বাহিনীকে আমরা চাই এমনভাবে কাজ করতে, যাতে সাধারণ মানুষ থানায় গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। নাগরিকদের সেবা প্রদান এবং ন্যায়বিচারের প্রতিষ্ঠায় সবসময় সতর্ক থাকতে হবে।"

এছাড়া, অনুষ্ঠানে প্রশিক্ষণকালে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশদের পুরস্কৃত করা হয়। এএসপি রুহুল আমিন লাবু শ্রেষ্ঠ প্রবিশনার, বেস্ট অ্যাকাডেমিক ও বেস্ট স্যুটার হিসেবে নির্বাচিত হন। এএসপি এম সায়েলিন ফিল্ড অ্যাক্টিভিটিস ও ঘোড়সওয়ারে শ্রেষ্ঠ নির্বাচিত হন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভূঞাসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা। 

এত দীর্ঘ অপেক্ষার পর এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ায় প্রশিক্ষণার্থীরা এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন, যার মাধ্যমে তারা সুনির্দিষ্ট আইন অনুসরণ করে দেশব্যাপী আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে