ধর্ষকের শাস্তি প্রকাশ্যের দাবিতে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১৬ পিএম
ধর্ষকের শাস্তি প্রকাশ্যের দাবিতে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন

একজন ধর্ষকের শাস্তি হতে হবে জনসম্মুখে, গোপনে নয়। গোপনে বিচার করে ফাঁসি দেওয়া হয়, এটা আর হতে পারবে না, তার বিচার করতে হবে প্রকাশ্যে। এটা করতে পারলে একজন ধর্ষককে দেখে হাজার ধর্ষকের বুক কাঁপতে শুরু করবে।’ শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রামের এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। সম্প্রতি সংগঠিত রাজশাহীগামী বাসে দুই নারীকে ধর্ষণ ও রংপুরের মিঠাপুকুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘জাতীয় নাগরিক কমিটি’। এতে মানববন্ধনে সংগঠকরা ধর্ষকদের জনসম্মুখে প্রকাশ্যে বিচারের দাবি তুলেছেন।ওই সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সংগঠক চৌধুরী সিয়াম এলাহী বলেন, আমরা বর্তমান সরকারের কথা বলছি না, যে কোনো সরকার যদি ভবিষ্যতে ধর্ষকদের বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে ছাত্র-জনতা ধর্ষকদের বিচার নিশ্চিত করবে। ছাত্র-জনতাই ধর্ষককে শাস্তি দেবে। একজন ধর্ষকের শাস্তি হতে হবে জনসম্মুখে, গোপনে নয়। গোপনে বিচার করে ফাঁসি দেওয়া হয়, এটা হতে পারবে না, তার বিচার করতে হবে প্রকাশ্যে জনসম্মুখে। এটা করতে পারলে একজন ধর্ষককে দেখে হাজার ধর্ষকের বুক কাঁপতে শুরু করবে। আরেক সংগঠক রিদওয়ান সিদ্দিকী বলেন, আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি, যখনই কোনো চাঞ্চল্যকর অপরাধের ঘটনা ঘটেছে, সেটা ধামাচাপা দিয়ে দেওয়া হত। কাউকে কাউকে গ্রেফতার করা হলেও বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের কারণে তাদের জামিন দিয়ে দেওয়া হত। অপরাধীদের মুক্তি দিয়ে দেওয়া হত। সেই যে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর প্রচলন শুরু হয়, সেটার জন্য অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সংগঠক নীলা আফরোজ বলেন, আমার নিজের নিরাপত্তা চাই, মা-বোনের, সহকর্মীর নিরাপত্তা চাই। আমরা দেশকে একটি নারীদের জন্য একটি নিরাপদ দেশ হিসেবে দেখতে চাই। আমরা সবাই মিলে নারীর জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলি।

আপনার জেলার সংবাদ পড়তে