সীতাকুণ্ড প্রেস ক্লাবে কেরাম খেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ফ্যাসিবাদ মুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের শহিদ ওয়াসিম আকরাম মিলনায়তনে উক্ত খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন পরবর্তীতে প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম বলেন, সাংবাদিকরা যাতে অবসর সময়ে বিনোদন উপভোগ করতে পারে সেজন্য এখানে কেরাম খেলার পাশাপাশি দাবা ও লুডু খেলার ব্যবস্থাও করা হয়েছে।
কেরাম খেলার উদ্বোধন করেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাত্র নেতা ও পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ ভূঁইয়া, প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান, সম্মানিত সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক কামরুজ্জামান, ইলিয়াছ ভূঁইয়া, ফারহান সিদ্দিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।